অভয়নগর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে বিভিন্ন মহলের অভিনন্দন
স্টাফ রিপোর্টার – অভয়নগর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল মুঠোফোনে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির (মার্ক্সবাদী) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবীর জাহিদ। অভিনন্দন জানিয়ে বিবৃতি পাঠিয়েছেন ওয়ার্কার্স পার্টির(মার্ক্সবাদী) যশোর জেলা সভাপতি কমরেড নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক কমরেড জিল্লুর রহমান ভিটু। এছাড়া পার্টির অভয়নগর উপজেলা নেতা কমরেড অরুণ ঘটক ও কমরেড শহিদুল হক অভিনন্দন জানিয়েছেন। আরো যারা অভিনন্দন জনিয়েছেন তারা হলেন, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রণজিত বাওয়ালী, বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যনির্বাহী কমিটির নেতা অধ্যাপক জাহাঙ্গীর আলম। ফুলতলা উপজেলার হিন্দু .বৌদ্ধ.খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক গৌতম কুন্ডু। মৃণালীনি মঞ্চের সদস্য সচিব অধ্যাপক অলিপ বিশ্বাস। এছাড়া আরো অভিনন্দন জানিয়েছেন খুলনার বিএল কলেজের সহকারি অধ্যাপক জোবায়ের হোসেন, খুলনা মহিলা সহকারি কলেজের অধ্যাপক মোস্তফা ফরিদ আহমেদ, ডুমুরিয়া উপজেলার সরকারি শাহাপুর-মধুগ্রাম কলেজের ্উপাধ্যক্ষ ফারুক আলম, ফুলতলা সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক হাবিবুর রহমান, অভয়নগর উপজেলার পল্লী মঙ্গল কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ খায়রুল বাসার, উপজেলা বাসদ নেতা কমরেড রিপন হোসেন, কমরেড কিশোর অধিকারী, জাসদ নেতা কমরেড জাকির হোসেন প্রমুখ।