অভয়নগর ধোপাদী ৪ দিন ব্যাপি,১৩ তম ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল
ধোপাদী গ্রাম, সবুজবাগও পোড়াবাড়ী সহ সর্বস্তরের জনগণের উদ্যোগে ৪ দিন ব্যাপি,১৩ তম ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল
আলমগীর হোসেন, অভয়নগর প্রতিনিধি:
আগামী ১,২,৩,ও ৪ মার্চ ধোপাদী হাইস্কুল ময়দানে ৪দিন ব্যাপি ১৩ তম ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে।
প্রথম দিনঃ১মার্চ
প্রধান বক্তাঃ হযরত মাওঃ শরিফুজ্জামান রাজীবপুরী।নেত্রকোনা।
দ্বিতীয় বক্তাঃমুফতি রাকিবুল হাসান।
দ্বিতীয় দিনঃ ২ মার্চ।
প্রধান বক্তাঃ হযঃমাওঃ শহিদুল ইসলাম, কুয়াকাটা।
দ্বিতীয় বক্তাঃ মাওঃ নূর আলম ছিদ্দিকি।ফরিদপুর।
তৃতীয় দিনঃ ৩ মার্চ।
প্রধান বক্তাঃ ডঃ আব্দুল্লাহিল মারুফ ভারত।।
দ্বিতীয় বক্তাঃ মুফতি মুজিবুর রহমান ।
চতুর্থ দিনঃ ৪ মার্চ।
প্রধান বক্তাঃ হযরত মাওঃ মনিরুজ্জামান, বারাসাত,, ভারত।।
দ্বিতীয় বক্তাঃ আল্ হাজ্ব মাওলানা মাসুম বিল্লাহ। আমেনা কওমি মাদ্রাসা। নওয়াপাড়া।।
সভাপতিত্ব করবেন আলহাজ্ব এম এম আমিনউদ্দীন।। মাহফিল এন্তেজামিয়া কমিটি।। সবাই আমন্ত্রিত।।।
।