অভয়নগর থানার নবাগত ওসি’র সাথে গ্রাম পুলিশের মতবিনিময়
অয়ণগর প্রতিনিধি- অভয়নগর থানার নবাগত অফিসার ইনচার্য (ওসি) তাজুল ইসলাম উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশের সাথে মতবিনিময় করেন। সোমবার দুপুরে থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় গ্রাম পুলিশদের উদ্দেশ্যে ওসি বলেন, মাদকের ডিলার, বিক্রেতা , সেবনকারী ও ওয়ারেন্টভূক্ত আসামীদের জরুরী ভাবে গ্রেফতার করতে হবে। এর জন্য তিনি সকলের সহযোগিতা চান। গ্রাম পুলিশেরা তাকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
জানা গেছে, ওসি তাজুল ইসলাম গত রোববার সন্ধ্যায় অভয়নগর থানায় যোগদান করেন। তিনি জাতী সংঘের শান্তি রক্ষা মিশন সুদান দেশে নিয়োজিত ছিলেন। সেখান থেকে ফিরে অভয়নগর থানায় যোগদান করেন। এর আগে তিনি বরিশালের ঝালকাঠি, খুলনার ডুমুরিয়া ও কুষ্টিয়ার ভেড়ামারা থানায় দায়িত্ব পালন করেন। তিনি ২০০১ সালে ময়মনসিংহ জেলায় সাব ইন্সেপেক্টর পদে যোগদান করেন। তাঁর পৈত্রিক বাড়ি বাগের হাট জেলার মোংলা থানায়।