অভয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

স্টাফ রিপোটার
অভয়নগর উপজেলা প্রশাসনের উদ্যোগে নওয়াপাড়ায় পথপাঠশালার সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। দুপ্রক,উদীচী,জানাক,বিভা ও পথপাঠশালার সহযোগিতায় গতকাল রবিবার বিকালে নওয়াপাড়ার রেল আবাসিক এলাকায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল হুসেইন খাঁন। বিশেষ অতিথি ছিলেন নওয়াপাড়া রেল স্টেসন মাস্টার মো: মহসিন রেজা। প্রধান অতিথি বলেন,সুবিধা বঞ্চিত শিশুদের সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য শিক্ষিত দেশপ্রেমিক জনগোষ্ঠীকে এগিয়ে আসতে হবে। বাল্যবিয়ে,মাদক,দুর্নীতি,ইভটিজিংকে “না”বলতে শেখাতে হবে কোমলমতি শিশু কিশোরদের। নারী ও শিশুদের পিছনে ফেলে কোন জাতির ভাগ্য গড়া অসম্ভব। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা শান্তি সমৃদ্ধিতে ভরে তুলতে আসুন সবাই একসাথে কাজ করি। বক্তব্য শেষে প্রধান অতিথি ৩৫ জন পথশিশুর মাঝে বস্ত্র,শিক্ষা উপকরণ বিতরণ করেন।