Type to search

অভয়নগরে ৪ জন ডেঙ্গু রোগী সনাক্ত একজনের অবস্থা গুরুতর

অভয়নগর

অভয়নগরে ৪ জন ডেঙ্গু রোগী সনাক্ত একজনের অবস্থা গুরুতর

অভয়নগর প্রতিনিধি- অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার পর্যন্ত চার জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে এক জনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আক্রান্তরা হলেন, রাজঘাট মোয়াল্লেম তলা এলাকার আফজাল বিশ্বাসের ছেলে,ইকরামুল(২৩), চলিশিয়া গ্রামের মোতা আলীর ছেলে রবিউল (৫০) বারান্দি গ্রামের আতিয়ার রহমানের ছেলে ফায়ার সার্ভিস কর্মী মিজানুর রহমান(৩৫) ও নওয়াপাড়া গ্রামের মোতালিব সরদারের স্ত্রী মনোয়ারা বেগম(৫০)। এর মধ্যে ইকরামুলের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আক্রান্তদের সাথে কথা বলে জানা গেছে তিন জন রোগী বাড়িতে অবস্থান কালিন এলঅকার মশার কামড়ে আক্রান্ত হয়েছেন। আর মিজানুর রহমান ঢাকা থেকে আক্রান্ত হয়েছেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক স্বাগত দাস জানান,ডেঙ্গু রোগীদের জন্য বিশেষ চিকিৎসা দেওয়া হচ্ছে। সরকার থেকে পর্যাপ্ত ওষুধ,মশারী ও দিয়েছে। বেডের সংখ্য বাড়ানো হয়েছে। তিনি আরো জানান বর্তমানে হাসপাতালে ১৪ জন ডাক্তারের স্থলে মাত্র ৫ জন ডাক্তার কর্মরত আছেন। তিনি মন্তব্য করেন,উপজেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে গেলে এই স্বল্প জন বল দিয়ে ডেঙ্গু মোকাবেলা করা কঠিন হবে।