অভয়নগরে ২৪ ঘন্টায় ৩৯ জন করোনায় আক্রান্ত

অভয়নগর প্রতিনিধি: অভয়নগরে গত ২৪ ঘন্টায় ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক বার্তায় জানা গেছে, গত ২৪ ঘন্টায় পিসিআর ল্যাবে পাঠানো ৩৪ জনেরে নমুনায় ৯ জন পজেটিভ ধরা পড়েছে। এ ছাড়া উপজেলার স্বাস্থ্য কেন্দ্রে র্যাপিড এ্যাকশান ট্রেস্ট করে ৩০ জনের দেহে করোনা পজেটিভ ধরা পড়েছে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ছেন ২৬ জন। উপজেলায় বর্তমানে করোনা রোগীর সংখ্য ২১৫ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রেড জোনে আছে ৮ জন এবং ইয়লো জোনে ১০ জন বাকি রোগী হোম কোয়ারেনটাইনে চিকিৎসা নিচ্ছেন। এপর্যন্ত উপজেলায় মোট ৬হাজার ৬৮৮ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৮৭৭ জনের দেহে করোনা পজেটিভ ধরা পড়েছে। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১ হাজার ৬১৯ জন এবং মৃত্যু বরণ করেছেন ৪৩ জন।