অভয়নগরে হুসাইন মোহাম্মদ এরশাদ স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিল
অভয়নগর প্রতিনিধি -অভয়নগর উপজেলা জাতীয় পার্টি ও নওয়াপাড়া পৌর জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক সফল রাষ্ট্রপতি, পল্লীবন্ধু মরহুম হুসাইন মোহাম্মাদ এরশাদের রুহের মাগফেরাত কামনায় আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকালে অভয়নগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহ আশরাফউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মনি, নওয়াপাড়া পৌর জাতীয় পার্টির সভাপতি শিকদার সাঈদ আহমেদ, জাতীয় পার্টিনেতা জাহাঙ্গীর হোসেন, আবদুল কাদের, মহব্বত হোসেন, আবদুল হালিম, নাজমুল হুসাইন, ফজলুল বারি খোকা, গিয়াস উদ্দিন, ফজলুর রহমান, শরিফুল ইসলাম, গাজী রেজাউল করিম, কালাম হোসেন, শ্রমিকনেতা এসএম জহির উদ্দিন, যুবসংহতির নেতা মনিরুজ্জামান জামাল, শেখ ফরিদ, সোবহান হোসেন প্রমুখ। দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মুফতি তৈয়েবুর রহমান।