অভয়নগরে সুন্দলী বাজারে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির দাবি আদায়ের লক্ষে হাটসভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি:
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির ৬দফা দাবী সফল করার লক্ষে অভয়নগর উপজেলার সুন্দলী বাজারে হাটসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৬/১/২২) বিকালে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির সদস্য শিবপদ বিশ^াসের পরিচালনায় ও জগদীশ বিশ^াস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কমিটির আহবায়ক রনজিৎ বাওয়ালী যুগ্ম আহবায়ক, গাজি আব্দুল হামিদ, সদস্য সচীব বাবু চৈতন্য কুমার পাল, সদস্য অনিল বিশ^াস, কার্তিক বক্শী, হরেকৃষ্ণ সরকার, সাধন বিশ^াস, বৃজেন সরকার, শেখ মাসুদ হাসান, বক্তব্যে উঠে এসেছে ৬দফা দাবীগুলো হলো-১.প্রস্তাবিত প্রায় ৪৫ কোটি টাকার ‘ভবদহ ও তৎসংলগ্ন বিল এলাকার জলাবদ্ধতা দূরীকরণ’ অবিবেচনাপ্রসূত সেচ প্রকল্প বাতিল করতে হবে; ২. ক্রাস প্রোগ্রামে মাঘী পূর্ণিমার আগেই বিল কপালিয়া টিআরএম চালু করতে হবে; ৩. ভবদহ ¯øুইচ গেটের ভাটিতে পাইলট চ্যানেল করার জন্য ৫-৬টি স্কেভেটর লাগাতে হবে এবং ২১,৯ও৮ ভেন্টের গেটসমূহ উঠানামার ব্যবস্থা করতে হবে; ৪. জনপদের ফসল, বাড়িঘরসহ অন্যান্য ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে, কৃষি ঋণ মওকুফ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে; ৫. আমডাঙ্গা খাল সংস্কার কাজে প্রি-ওয়ার্ক ও পোস্ট ওয়ার্ক জনসমক্ষে টাঙিয়ে দিতে হবে। কাজের স্বচ্ছতা নিরূপণে আন্দোলনকারী সংগঠন ও জনপ্রতিনিধিদের নিয়ে তদারকি কমিটি গঠন করতে হবে; ৬. সরকারকে মিথ্যা তথ্য প্রদান, নদী হত্যা, জনপদের অবর্নীয় দুঃখ-দুর্দশা, ফসল, বসতবাড়ি ও যানমালের ক্ষয়ক্ষতির সাথে জড়িত পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে;