অভয়নগরে সুন্দলী ইউনিয়নে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন

প্রিয়ব্রত ধর,ভ্রাম্যমান প্রতিনিধি:
“মুজিব বর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান” -এই স্লোগানকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক বাংলাদেশ ছাত্রলীগের তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে, আজ ২নং সুন্দলী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে রামসরা গ্রামে ফলজ বৃক্ষ রোপন ও বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সুন্দলী এস,টি স্কুল এন্ড কলেজের সভাপতি স্বপন সরকার।
এ সমায়ে বৃক্ষরোপন সম্পর্কে ছাত্রনেতা অনিক মন্ডল বলেন সমাজে বসবাসের জন্য মানুষের সব থেকে কাছের বন্ধু বৃক্ষ। বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। এজন্য আমাদের প্রতিনিয়ত বৃক্ষরোপণ ও সংরক্ষণের পাশাপাশি মানুষকে বৃক্ষরোপণের উপকারিতা এবং নিধনের অপকারিতা সম্পর্কে সচেতন করতে হবে।
উক্ত বৃক্ষরোপন কর্মসুচিতে উপস্থিত ছিলেন সোহাগ বিশ্বাস যুবলীগ নেতা,মিন্টু রায়(সাংবাদিক) শ্যামল রায়(সাধারন সম্পাদক সুন্দলি ইউনিয়ন আওয়ামি সেচ্চা সেবকলীগ) পলাশ বিশ্বাস,সঞ্জয় বিশ্বাস, আজিজুর গাজি সহ অনেকেই।