Type to search

অভয়নগরে সুন্দলীতে লড়াইয়ের ময়দানে ৫ চেয়ারম্যান ৩২ সদস্য ; এক সদস্যর মনোনয়ন বাতিল

অভয়নগর

অভয়নগরে সুন্দলীতে লড়াইয়ের ময়দানে ৫ চেয়ারম্যান ৩২ সদস্য ; এক সদস্যর মনোনয়ন বাতিল

স্টাফ রিপোর্টার : অভয়নগরে সুন্দলী ইউনিয়নে ভোট যুদ্ধে নেমেছেন ৫ চেয়ারম্যান ও ৩২ জন সদস্য। এর মধ্যে একজন সদস্যের প্রাথীতা বাতিল হয়েছে। জানা গেছে তিনি ৩নং ওয়ার্ডে সদস্য প্রার্থী ছিলেন। তার নাম সমর্থন রায়।
আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুন্দলী ইউনিয়নে ৫ জন চেয়ারম্যান পদে লড়বেন। এর মধ্যে রয়েছেন আ’লীগের দলীয় মনোনয়ন পাওয়া নৌকার প্রার্থী বিকাশ রায় কপিল, আ’লীগের বিদ্রোহী সতন্ত্র প্রার্থী ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি বিকাশ মল্লিক, সাধারণ সম্পাদক পরিতোষ বিশ্বাস, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি উজ্জ¦ল বিশ্বাস ও চরমোনাই হাতপাখার মোসলেম গাজী। সংরক্ষিত মহিলা আসনে ১১ জনের মধ্যে ১,২,৩ নং ওয়ার্ডের শান্তিলতা সরকার, অঞ্জনা মল্লিক, দীপু রানী বর্মন, ৪,৫,৬ নং ওয়ার্ডে রুপা মন্ডল, দুর্গা রানী মন্ডল, তৃপ্তি মল্লিক, ডলি মন্ডল, লিপিকা মন্ডল, ৭,৮,৯ নং ওয়ার্ডে সুর্বনা বিশ্বাস, মিনতী বিশ্বাস, শান্তি রানী মন্ডল, ইউপি সদস্য পদে(পুরুষ) ১ নং ওয়ার্ডের অর্ধেন্দু মল্লিক, উত্তম সরকার, ২নং ওয়ার্ডের তুষার কান্তি বিশ্বাস, গণেশ বাইন, ৩নং ওয়ার্ডের শ্যামল রায়, পরিতোষ রায়, অপূর্বলাল ধর, ৪নং ওয়ার্ডের মনিশান্ত মল্লিক, শিপন মন্ডল, ৫নং ওয়ার্ডে রাজকুমার হালদার, বিপ্লব মজুমদার, ৬নং ওয়ার্ডে ইকবাল হোসেন, আজিজুর গাজী, রমজান আলী, ৭নং ওয়ার্ডে প্রকাশ বিশ্বাস, শিশির সরকার, শ্যামল কান্তি বিশ্বাস, ৮নং ওয়ার্ডে প্রজিৎ বিশ্বাস গোলক, মৃত্যুঞ্জয় বিশ্বাস, নিপুন মন্ডল, ৯নং ওয়ার্ডে পবিত্র বিশ্বাস ও পলাশ রায়। আগামী ৭ ডিসেম্বর অভয়নগর উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনিত প্রার্থীরা প্রতীক বরাদ্দ হবে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর।