অভয়নগরে সারের মূল্য বৃদ্ধি, নেই কোন বাজার মনিটরিং,সাধারণ কৃষকের ক্ষোভ প্রকাশ
আলমগীর হোসেন। অভয়নগর উপজেলা প্রতিনিধি:
অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে হঠাৎ করে আমদানিকৃত এম ও পি,সার ও ডি, এ, পি, সারের মূল্য বৃদ্ধিতে কৃষকের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে।সার কিনতে আসা ধোপাদী গ্রামের নজরুল ইসলাম , সরখোলা গ্রামের ছত্তার শেখ ও বুইকরা গ্রামের হাফিজুর রহমান অভিযোগ করে বলেন গত সপ্তাহে এম,ও, পি, ১৫ টাকা ও আমদানি কৃত ডি,এ,পি সার ২০ টাকা করে কেজি কিনলে ও এ সপ্তাহে এম,ও,পি ২২টাকা ও ডি, এ, পি, ২৫ টাকা করে কেজি বিক্রি হচ্ছে। সপ্তাহের মধ্যে এমন মূল্য বৃদ্ধিতে সবার মাঝে ক্ষোভ বিরাজ করছে। কৃষকের অভিযোগের ভিত্তিতে নওয়াপাড়া বাজারের বিভিন্ন দোকান ঘুরে এর সত্যতা পাওয়া যায়। নাম প্রকাশ না করার স্বার্থে একজন খুচরা ব্যাবসায়ী অভিযোগ করে বলেন, আমদানিকারক প্রতিষ্ঠান বা ডিলাররা দাম বাড়ানোর ফলে আমাদের বেশি দামে এ দু ধরনের সার বিক্রি করতে হচ্ছে। আমদানি কারক প্রতিষ্ঠান মেসার্স নওয়াপাড়া ট্রেডার্স এর ম্যানেজারের সাথে বার বার যোগাযোগ করে ও তাকে পাওয়া যায় নাই। উপজেলা কৃষি সুপারভাইজার অশোক কুমারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি নওয়াপাড়ার দায়িত্বে থাকা কৃষি সুপারভাইজার পরিতোষ কুমার দাসের সাথে যোগাযোগ করতে বলেন। পরিতোষ কুমার দাসের সাথে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য না করে উপজেলা কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলেন। উপজেলা কৃষি কর্মকর্তা গোলম সামদানীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন , সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে যদি কোনো খুচরা ব্যাবসায়ী বিক্রি করে এবং এ বিষয়ে কেউ অভিযোগ দাখিল করে, তাহলে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। বাজার মনিটরিং করেছেন কিনা এমন প্রশ্ন করলে তিনি কিছু না বলে ফোন রেখে দেন। এখানে উল্লেখ্য যে ভবদহ জলাবদ্ধতার কারণে অনেক কৃষক জমির পানি সেচের মাধ্যমে ইরি ধানের চাষ করেছে, তাতে খরচ অনেক বেড়ে গেছে, তার পর সারের দাম বাড়ানোর ফলে কৃষক এখন দিশেহারা।