Type to search

অভয়নগরে সাংবাদিকদের নববর্ষ উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত

অন্যান্য

অভয়নগরে সাংবাদিকদের নববর্ষ উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার-
যশোরের অভনগর উপজেলার সাংবাদিকদের উদ্যেগে নববর্ষ উৎযাপন উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩ টায় উপজেলার নওয়াপাড়ায় এলবি টাওয়ারে জেষ্ঠ্য সাংবাদিক শেখ আতিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ইংরেজি নববর্ষের ইতিহাস, নতুন বছর ২০২০ সালে অভয়নগরের সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়। এ সময় বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নওয়াপাড়া ইনষ্টিটিউটের সাধারণ সম্পাদক, সমকাল নওয়াপাড়া প্রতিনিধি মো: ফারুক হোসেন, প্রথম আলো পত্রিকার সাংবাদিক মাসুদ আলম, আমাদের সময় অভয়নগর প্রতিনিধি চৈতন্য কুমার পাল, নওয়াপাড়া প্রেসকালাবের সাবেক সাধারণ সম্পাদক, ভোরের কাগজের নওয়াপাড়া প্রতিনিধি এস এম রফিকুল আলম, দৈনিক জনতার কামরুল ইসলাম,দৈনিক তথ’র অভয়নগর প্রতিনিধি রিপন আহম্মেদ প্রমুখ। আলোচনা সভা শেষে অভযনগরের প্রয়াত সাংবাদিক মীর সিদ্দিক আলী, মো: নিজাম উদ্দিন আহম্মেদ, ওয়াহিদুজ্জামান লনি, মোল্যা ওলিয়ার রহমান, ওয়াহিদুজ্জামান মোহাম্মদ, সরদার ফারুক আহম্মেদ, কৃষ্ণপদ ও যশোরের সাংবাদিক সাইফুর রহমান মুকুল, শামসুর রহমান কেবলসহ যে সকল সাংবাদিকরা মৃতবরণ করেছেন তাদের স্মরনে দোয়া মাহফির অনুষ্ঠিত হয়।