Type to search

অভয়নগরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচী পালন

অভয়নগর

অভয়নগরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচী পালন

অভয়নগরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচী পালন:
স্টাফ রিপোর্টার: অভয়নগর সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা ও অভয়নগর শাখার উদ্যোগে দিনব্যাপী সমাজসেবামুলক কর্মসূচী পালন করেছে। দিবসের প্রথমভাগে নওয়াপাড়ার রেল বসতিতে ট্রেনে পাথর ছোঁড়া বন্ধের জন্য গণসচেতনতা সৃষ্টির জন্য শিশু কিশোর ও তাদের অভিভাবকদের সাথে মত বিনিময় করেন। তারা চলন্ত ট্রেনের বগি লক্ষ্য করে কোন প্রকার ঢিল/পাথর না ছোঁড়ার শপথও গ্রহণ করেন। অভিভাবকরা জানান, চলন্ত ট্রেন থেকে বখাটেরা মহিলাদের লক্ষ্য করে নানা ধরণের অপদ্রব্য ছুঁড়ে মারে এবং তা’ অচিরেই বন্ধের তাগিদ দেন। জোট নেতৃবৃন্দ পরবর্তিতে ভবদহের ডহর মশিয়াহাটী সড়কের পাশে তালের বীজ বপন করেন। বজ্রপাত থেকে রক্ষাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য তাল গাছের বংশবৃদ্ধিতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এসময় গ্রামবাসীরাও তাদের সাথে অংশ নেন। পরে সাংস্কৃতিক কর্মীরা জলমগ্ন ডহর মশিয়াহাটী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে জলাবদ্ধতায় তাদের জীবন যাপন বিষয়ে কথা বলেন। এ সময় তারা শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন। কর্মসূচীতে অংশ নেন জোটের জেলা শাখার সা: সম্পাদক সানোয়ার আলম খান দুলু,দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার ফারাজী সাঈদ আহমেদ বুলবুল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম,জোটের অভয়নগর শাখার আহ্বায়ক সুনীল দাস,যুগ্ম আহ্বায়ক গাজী ইকবাল কবীর,জি এম মেহেদী হাসান কাদের,তিমির বরণ সরকার,সদস্য সচিব মনিরুজ্জামান মণি,বিশ্বজিৎগুহ, শিবপদ শুভ,রাকিব হাসান,তরিকুল ইসলাম, গৌতম ঘোষ।