অভয়নগরে শিক্ষা বৃত্তি প্রদান
অভয়নগর (যশোর) প্রতিনিধি
বুধবার সকালে অভয়নগর উপজেলা পরিষদের আয়োজনে ২০১৮-১৯ অর্থ বছরে ১৪১ জন শিক্ষার্থীদের মধ্যে এক কালিন শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার হত দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে এই বৃত্তি প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপন্থিত ছিলেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসাবে উপন্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম প্রমুখ।
।