অভয়নগরে শনিবার মধ্যরাতে আরো ১৩ জনের করোনা পেজেটিভ পাওয়া গেছে
স্টাফ রিপোটার্ : অভয়নগরে গতকাল শনিবার পয-ন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ৬৬ জন। এর মধ্যে ১৩ জনের রিপোট আসেছে ১৩ দিন পর। শনিবার রাত সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ রিপোট পৌঁছে। নতুন পৌঁছানো তালিকায় করোনায় আক্রান্তরা হলেন- ১) মোঃ সাইফুল ইসলাম, নওয়াপাড়া। ২) আব্দুল হাই, নওয়াপাড়া ৩) শিমুল হক, স্টেশন বাজার ৪) কিশোর সরকার, নওয়াপাড়া ৫) মাধুরী সরকার, নওয়াপাড়া(কিশোর সরকার এর স্ত্রী) ৬) সুরাইয়া খাতুন, বারান্দি ৭) আর-রফি, বারান্দি ৮) হোসনে আরা, বারান্দি ৯) জিয়াউর রহমান, সরখোলা ১০) বিনয় কৃষ্ণ, বাঘুটিয়া ১১) রিভু দত্ত, বাঘুটিয়া ১২) নাদিরা, মধ্যপুর এবং ১৩) এনামুল হাসান, তালতলা।
উপজেলা স্বাস্থ্য কর্তা আহমেদ রুবেল পাবেল জানান, নতুন আক্রান্ত ১৩ জনের মধ্যে সবাই সুস্থ আছেন। এদের মধ্যে কোভিড-১৯ এর কোন লক্ষণ নেই। তাদেরকে বিভিউ পরীক্ষার জন্য আমরা হাসপাতালে ডেকে এনেছি। পরীক্ষার রিপোট বিলম্বে আসার জন্য তিনি বলেন, গত ১ জুন তাদের স্যাম্পল খুলনার পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিলো সেখান থেকে আসতে অনেক বিলম্ব হয়েছে। এর জন্য আমরা আন্তরিক দু:খিত।
এ ছাড়া গত শনিবার যশোর জিনোমি সেন্টার থেকে প্রথমে ৬ জনের রিপোট পজেটিভ আসে। পরে আরো দুই জনের পজেটিভ রিপোট আসে। গতকালই ২১ জনের রিপোট পজেটিভ এসেছে। সবমিলে উপজেলায় ৬৬ জন করোনায় আক্রান্ত হলেন।