Type to search

অভয়নগরে রেলওয়ের বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়কে অবস্থান ধর্মঘট

অভয়নগর

অভয়নগরে রেলওয়ের বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়কে অবস্থান ধর্মঘট

স্টাফ রিপোর্টার- যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া রেলওয়ের বস্তি উচ্ছেদের প্রতিবাদে শত শত নারী-পুরুষেরর অংশগ্রহনে আনুষ্ঠিত মানববন্ধনটি অবস্থান ধর্মঘটে পরিণত হয়েছে। রোববার সকালে অভয়নগর বাস্তীবাসির আহবানে যশোর- খুলনা মহাসড়কের নূরবাগে এঅবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টা থেকে ১২ টা পর্যন্ত চলে এ কর্মসূচি।
অবস্থান কর্মসূচির কবলে যশোর- খুলনা মহাসড়কে সকল প্রকার যানবাহন আটকা পড়ে। পরিবহন যাত্রীরা ভোগান্তির শিকার হয়। এ সময়ের মধ্যে সড়কের ওপর দাড়িয়ে বস্তি উচ্ছেদেও প্রতিবাদে ও পুনর্বাসনের দবিতে নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা হলেন, জেলাপরিষদের প্যানেল চেয়ারম্যান লায়লা খাতুন, নওয়াপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর,বাস্তহারালীগ নেতা নূরইসলাআদিল হোসেন প্রমুখ।