অভয়নগরে রাজের হুজুরকে দাফন করা হলো পীরবাড়ির গোরস্তান
স্টাফ রিপোর্টার-রাজের হুজুরের নামাজে জানাজা পীরবাড়ি মাদ্রাসা মাঠে অনুষ্ঠেয়র পর পীরবাড়ির গোস্তানে দাফন করা হলো। অভয়নগর উপজেলার ইসলামী চিন্তাবিদ‘রাজের হুজুর’ নামে পরিচিত নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার শিক্ষক এবং রাজটেক্সটাইল জুটমিল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ তাছাওযুর রহমান(৬৫) গতকাল রবিবার রাত ১:৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্তকাল কারেন( ইন্নআলিল্লাহি. ….রাজিউন)। তাঁর পুত্র তাকরিম হোসেন জানান, রবিবার রাত ১২ টায় তিনি নিজ বাড়ি উপজেলার আমডাঙ্গা গ্রামে প্রচন্ড গ্যাসের চাপে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। ওই রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাত ১;৩০ মিনিটে ডা. মৃত ঘোষণা করেন। তার নামাজে জানাজা সোমবার জোহর বাদ নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় এবং পীরবাড়ির পারিবারিক গোরস্থানে লাশ দাফন করা হয়। ইতোপূর্বে তার দুই ছেলে মটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসঙ্খা গুনগ্রাহী রেখে গেছেন।