Type to search

অভয়নগরে  রাজবংশী নারীদের মাঝে চাঁড়ে তৈরির উপকরণ বিতরণ

অভয়নগর

অভয়নগরে  রাজবংশী নারীদের মাঝে চাঁড়ে তৈরির উপকরণ বিতরণ

 

অভয়নগর প্রতিনিধি-

অভয়নগরে আদি রাজবংশী নারীর চাঁড়ের(কুটির) শিল্পের মাধ্যমে জীবন জীবিকার মানোন্নয়ন কর্মসূচির আওতায় বাঁশ,লতা ও সূতা বিতরণ করা হয়েছে। সোমবার বিকাল ৩টার সময় ধূলগ্রাম স্লুইজ গেট এলাকায় ২৫ জন উপকারভোগীর মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়।  এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভয়নগর উপজেলার সমাজসেবা অফিসার মো: মেহেদী হাসান। অধ্যক্ষ আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ এস এম খাযরুল বাসার, বীর মুক্তিযোদ্ধা মো: ইন্তাজ আলী, সমাজ সেবক জীবন রতন শীল। বিতরণকৃত উপকরণ দিয়ে  প্রত্যেক উপকারভোগী ১০০টি চাঁড়ে তৈরি করতে পারবেন বলে জানিয়েছেন, পল্লী ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক এস এম নজরুল ইসলাম।  বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে পল্লী ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন গত বছর থেকে প্রকল্পটি বাস্তবায়ন করে যাচ্ছে।

কামরুল ইসলাম