অভয়নগরে যুবলীগ নেতার বাড়ি পুড়ে ভষ্মিভূত
বিশেষ প্রতিনিধি- অভয়নগর উপজেলার বিভাগদী গ্রামের ওয়ার্ড যুবলীগের সভাপতি সুমন আহমেদের বসতবাড়ি পুড়ে ভষ্মিভ’ত হয়েছে। রবিবার দিবাগত রাত ১ টার সময় এ অগ্নি সংযোগের ঘটনা ঘটে। আগুনে তার বসত ঘরের সমস্থ মালামাল পুড়ে ভষ্মিভ’ত হয়েছে। বাড়ির মালিক সুসন আহমেদ জানান, রাতে ঘুমিয়ে পড়লে আগুন দাউ দাউ করে জ্বলে উঠে । এসময়ে টের পেয়ে চিৎকার দিলে প্রতিবেশিরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোথা থেকে আগুনের সুত্রপাত তা সে জানাতে পারেনি।