Type to search

অভয়নগরে মৎস্য ঘেরে পোল্ট্রি লিটার ব্যবহারের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

অভয়নগর

অভয়নগরে মৎস্য ঘেরে পোল্ট্রি লিটার ব্যবহারের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

অভয়নগর প্রতিনিধি:
অভয়নগরে মৎস্য ঘেরে অবৈধ পোল্ট্রী লিটার ব্যবহারের দায়ে এক মৎস্য ঘের মালিককে ৩০হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা আমড্ঙ্গাা লক্ষীপুর এলাকার বিকাশ কুমার তার নিজ মৎস্য ঘেরে এক পিকাপ অবৈধ পোল্ট্রী লিটার ব্যবহার করতে থাকেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দ্রæত ঘটনা স্থানে যেয়ে তিনি থানা পুলিশের সহযোগিতায় ঘের মালিক বিকাশ কুমারকে ধরে ৩০হাজার টাকা জরিমানা আদায় করেন। ওই সময় পিকাপ গাড়িটি পালিয়ে যায়। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ কবির, থানা পুলিশের উপপরির্দশক ও সদস্য বৃন্দ। উপজেলা সহকারী (ভুমি ) অফিসার ও নির্বাহী ম্যাজি্েট্রড তানজিলা আখতার বলেন, এ অঞ্চলে মৎস্য ঘেরে অবৈধ পোল্ট্রী লিটার ব্যবহার করা থেকে সকলকে বিরত থাকতে হবে। তাছাড়া পোল্টী লিটার মৎস্য ঘেরে ব্যবহারে উৎপাদিত মাছ খেয়ে আমাদের শরীরের নানা রকম রোগ বাসা বাধে।