Type to search

অভয়নগরে মুক্তিযোদ্ধাকালিন কমান্ডার স ম মোশাররফ হোসেন আর নেই:

অভয়নগর

অভয়নগরে মুক্তিযোদ্ধাকালিন কমান্ডার স ম মোশাররফ হোসেন আর নেই:

 

স্টাফ রিপোর্টার:যশোরের অভয়নগর উপজেলা মুক্তিযুদ্ধকালিন কমান্ডার স ম মোশাররফ হোসেন আর নেই। তিনি আজ মঙ্গলবার ভোররাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি … .. .. .. রাজিউন)। তিনি ফুসফুস প্রদাহজনিত রোগে ভুগছিলেন।

জানা গেছে, স ম মোশারফ হোসেন অভয়নগর উপজেলা মুক্তিযুদ্ধকালিন কমান্ডার ছিলেন। তিনি বর্তমান অভয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদেরও  কমান্ডার। তিনি সরকারি নওয়াপাড়া কলেজ ছাত্রসংসদের প্রথম নির্বাচিত ভি. পি.এবং বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার লকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি উপজেলা সু শাসনের জন্য নাগরিক(সুজন) এর সহ-সভাপতি ছিলেন। তিনি আজ মঙ্গলবার ভোররাত আনুমানিক ৩টার দিকে মারা যান। মরহুমের প্রথম জানাযা মঙ্গলবার বাদ জোহর নওয়াপাড়া পীরবাড়ী মাদ্রাসা মাঠে এবং মরহুমের গ্রামের বাড়ী বাগেরহাটের খাজুরায় দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে অভয়নগর উপজেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।