অভয়নগরে মার পিটের ঘটনায় থানায় অভিযোগ
ভ্রাম্যমাণ ও প্রেমবাগ প্রতিনিধি:
যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের রামসরা গ্রামের মৃত: অবনী মজুমদারের ছেলে অশোক মজুমদার ও সন্তোষ মজুমদারের ছেলে হরিচাঁদ মজুমদারের বিরুদ্ধে একই গ্রামের মৃত: তরনী মল্লিকের ছেলে হরিদাস মল্লিক মারপিটের ঘটনায় এদের বিরুদ্ধে অভয়নগর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে বাদি হরিদাস মল্লিকের জমির পাশে একই গ্রামের প্রকাশ রায়ের পতিত জমিতে পানি জমে থাকতে দেখে বাদী হরিদাস মল্লিক প্রকাশ রায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আইল কেটে হরিদাস তার জমিতে পানি প্রবেশ করানোর সময় পাশে থাকা অশোক মজুমদার ও হরিচাঁদ মল্লিক পানি নিতে নিষেধ করলে হরিদাস মল্লিক বলেন, যার জমি তার কাছ থেকে অনুমতি নিয়েই পানি নিচ্ছি। একথা বলাতেই উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হরিদাস মল্লিককে কিল ঘুষি মারতে থাকে অশোক মজুমদার পরবর্তিতে অশোক মজুমদারের হাতে থাকা দায়ের উল্টা পিট দিয়ে মাথায় আঘাত করতে গেলে মাথা সরাইয়া নিলে আঘাতটি হরিদাস মল্লিকের ঘাড়ের বামপাশে লেগে ঘাড়ের হাড় সরে যায়। এলোপাতাড়ী মারধর করতে দেখে তার ছেলে কিশোর মল্লিক ঠেকাতে গেলে তাকেও এলোপাতাড়ী মারধর করার এক পর্যায়ে অশোক মজুমদারের হাতে থাকা দা দিয়ে খুন করার উদ্দেশ্যে মাথায় আঘাত করতে গেলে মাথা সরিয়ে নিয়ে বামহাত দিয়ে ঠেকাতে গেলে হাতের আঙ্গুল কেটে রক্তাক্ত জখম হয়। আবারও তার মাথায় আঘাত করতে গেলে কিশোর মল্লিক ডানহাত দিয়ে ঠেকাতে গেলে হাতের কবজিতে লেগে কবজির হাড় ভেঙ্গে যায়। এসময় তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য অভয়নগর স্বাস্থ্য কমপ্লেসে পাঠায়। এঘটনায় বাদীকে বিবাদীরা প্রাণ নাশের হুমকি অব্যহত রেখেছে।