Type to search

অভয়নগরে মাদক প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

অভয়নগর

অভয়নগরে মাদক প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

অভয়নগর প্রতিনিধি-
“মাদককে না বলি, মাদক মুক্ত দেশ গড়ি” এ স্লোগান নিয়ে মাদক প্রতিরোধ বিষয়ক এক প্রশিক্ষণ বৃহস্পতিবার সকালে নওয়াপাড়া ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। ডুমুরতলা নবজাগরণ সংঘের আয়োজনে বাংলাদেশ সরকারের ক্যাবিনেট ডিভিশন ও ইউরোপিয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় ব্রিটিশ কাউন্সিলের পিফরডি প্রকল্পের আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষণ শিবিরে মাদক প্রতিরোধ বিষয়ক ভিডিও প্রদর্শন করা হয়। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় অভয়নগর উপজেলার নওয়াপাড়া ইনষ্টিটিউটে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মুক্তেশ^রী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সমরেশ বৈরাগী। পল্লী ওয়েল ফেয়ারের পরিচালক এসএম নজরুল ইসলামের সার্বিক পরিচালনায় সকালের অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্ভোধন করেন অভয়নগর উপজেলার বার বার নির্বাচিত ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু। বিকেলের অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন। প্রশিক্ষণ কর্মসূচীতে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: তাজুল ইসলাম, সিআরসি সভাপতি আব্দুল মতলেব সর্দার, ব্রিটিশ কাউন্সিলের আর সি শেখ কামরুল হোসেন, ব্রিটিশ কাউন্সিলের পিফরডি প্রকল্পের ডিএফ খোদেজা বেগম, সিলেট মেট্রোপলিটন ইনষ্টিটিউটের সহকারী অধ্যাপক প্রদীপ দে, প্রশিক্ষক ঢাকা আহ্ছানিয়া মিশন আমিরুজ্জামান (লিটন), সভাপতি ডুমুরতলা নবজাগরণ সংঘ অপূর্ব রায়, সাতগাতী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সরস্বতী বাওয়ালী, চলিশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিবপদ বিশ^াস, আন্ধা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপক বাওয়ালী, সুন্দলী এস.টি. স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মিন্টু কুমার রায় প্রমূখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *