Type to search

অভয়নগরে মশিয়াহাটি সড়কটি ঘেরবেড়ীর কবলে পড়ে বিলিন হতে চলেছে

অভয়নগর

অভয়নগরে মশিয়াহাটি সড়কটি ঘেরবেড়ীর কবলে পড়ে বিলিন হতে চলেছে

আলমগীর হোসেন: অভয়নগর থেকে স্কুল মশিয়াহাটি হয়ে মনিরামপুর উপজেলা সংযোগ সড়কটি ঘেরবেড়ীর কবলে পড়ে বিলিন হতে চলেছে। তাছাড়া নওয়াপাড়া জগবাবুর মোড় থেকে মশিয়াহাটির পর্যন্ত সংস্কারের অভাবে দীর্ঘদিন চলাচলের অযোগ্য হয়ে পড়ে রয়েছে। রাস্তার দুপাশে অপরিকল্পিত ঘের খননের ফলে প্রধান এ সড়কটি ভাঙ্গনের কবলে পড়ে যে কোন সময় বিলীন হয়ে যেতে পারে। অন্য দিকে দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে, দেখার কেউ নাই । আবার রাস্তার কোন কোন জায়গায় ভবদহের জলাবদ্ধতার কারণে এক হাটু পানি জমে রয়েছে। এই শীতের মধ্যেও জনগণ জলে ভিজে যাতায়ত করছে। সরখোলার তফসির সর্দার , ‘দুঃখ করে বলেন, শেখ হাসিনার এত উন্নয়নের ভীড়ে আমাদের এ রাস্তাটি কেন সংস্কার হচ্ছে না এ নিয়ে সবার মনে সংশয় দেখা দিয়েছে ।’ ডুমরতলার ঘের মালিক শিবপদ বলেন,‘ শুষ্ক মৌসুমে ঘেরের পাশে রাস্তা সংস্কার করে দিব’। অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ‘এনামুল হক বাবুল দুঃখ প্রকাশ করে বলেন, এ রাস্তাাটি বার বার সংস্কারের চেষ্টা করলে ও কর্তৃপক্ষ অজানা কারণে অনীহা প্রকাশ করছেন।’ উপজেলা প্রকৌশলী জানান,‘ রাস্তার অবস্থা এতো খুব খারাপ। আমরা প্রাক্কালন করে প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে ফাইল প্ঠাাই। সেখানে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত বরাদ্দ দেখানোর জন্য প্রকল্প অনুমোদন হচ্ছে না।