Type to search

অভয়নগরে মটর সাইকেলের ধাক্কায় নিহত-১

অভয়নগর

অভয়নগরে মটর সাইকেলের ধাক্কায় নিহত-১

বিশেষ প্রতিনিধি-যশোরের অভযনগর উপজেলার শংকরপাশা – কোদলা সড়কের শ্যামলের ইটের ভাটার সামনে মটর সাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী এনামুল হক (৩০) নিহত হয়েছে। গত সোমবার রাত সাড়ে ৯ টার সময় এ ঘটনা ঘটে। নিহত এনামুল উপজেলার বুনারামনগর গ্রামের মোবারক সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, গত সোমবার রাতে উপজেলার কোদলা গ্রাম থেকে এনামুল সাইকেল করে বাড়িতে ফিরছিলো। এসময় বিপরিত গামী একটি মটর সাইকেল ট্রাককে সাইড দিতে গিয়ে এনামুলকে ধাক্কা দেয়। মারাত্মক আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান বলেন “ এনামুলকে ধাক্কা দিয়ে মটর সাইকেলটি পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।