অভয়নগরে মটরসাইকেল চুরি মামলায় সাংবাদিক পরিচয়দানকারি উদয় নারায়ন গ্রেফতার

স্টাফ রিপোর্টার: অভয়নগরে ভবদহ এলাকা থেকে গত ৪ মার্চ বিকাল ৪ টায় টিপু সুলতান মোল্যা নামে এক মৎস্য ঘের ব্যবসায়ীর এইটি পালসার মটর সাইকেল চুরি হয়। তিনি এ সময়ে রাস্তার ওপর মটরসাইকেলটি রেখে ঘেরে কাজ করছিলেন। টিপু সুলতানের বাড়ি অভয়নগর উপজেলার আড়পাড়া গ্রামে। এ ঘটনায় তিনি পাশের মনিরামপুর উপজেলার পাচাকড়ি গ্রামের শ্যামাপদ রায়ের ছেলে এলাকায় সাংবাদিক পরিচয়দানকারী উদয় নারায়ন রায়(৩৬) ও একই গ্রামের অনিল বিশ^াসের ছেলে পরিতোষ বিশ^াস(৩৮) এর নামে মটরসাইকেল চুরির মামলা দায়ের করেন। ওই মামলায় গত শনিবার রাতে উদয় নারায়ন রায়কে পুলিশ গ্রেফতার করে। টিপু সুলতান জানান, উদয় নারায়ন দীর্ঘদিন যাবৎ এলাকায় সাংবাদিক পরিচয় দিয়ে প্রভাব খাটিয়ে আসছে। তার বিরুদ্ধে এলাকায় মটরসাইকেল ছিনতাই ও চুরি, ট্রাক চুরি, মাদক বিক্রি, মোবাইল চুরির অভিযোগ রয়েছে। তাছাড়া, চেক ডিজঅনার মামলাও রয়েছে। সে এলাকায় মানবাধিকার কর্মী ও সাংবাদিক পরিচয় দিয়ে প্রভাব খাটায়।
অভয়নগর থানার ডিউটি অফিসার জানান, উদয় নারায়ন নামে এক যুবককে মটর সাইকেল চুরি মামলায় গ্রেফতার করা হয়েছে। আজ রবিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।