অভয়নগরে মজুরী কমিশনের দাবিতে পাটকল শ্রমিকলীগের জনসভা অনুষ্ঠিত
স্টাফ রিপোটার-বাংলাদেশ পাটকল শ্রমিকলীগ রাজঘাট-– নওয়াপাড়া শিল্পাঞ্চালের উদ্যোগে রাজঘাট বাসস্টান্ডে শনিবার বিকালে মজুরী কমিশন সহ ৯ দফা দাবি আদায়ের লক্ষে এক শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়। যশোর জুট মিলের সিবিএ সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পাটকল শ্রমিকলীগের নেতা কামরুজ্জামান চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,বাংলাদেশ পাটকল শ্রমিকলীগের সভাপতি সরদার মোতাহার উদ্দিন, সহ সভাপতি মো মকবুল আলম, কার্পেটিং জুটমিলের সিবিএ নেতা ফারাজী নজরুল ইসলাম, পাটকল শ্রমিকলীগ নেতা মোহাম্মদ আলী,হেমায়েত উদ্দিন আজাদী , মো: ফজলুল করিম, কামাল হোসেন প্রমুখ।