Type to search

অভয়নগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়

অভয়নগর

অভয়নগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়

মো: আমানুল্লাহ-করোনা পরিস্থিতিতে নিষেধ্যাজ্ঞা অমান্য করায় অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হুসেইন খাঁন বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।  এ সময়ে নওয়াপাড়া নৌ-বন্দরে অবস্থানরত জাহাজ থেকে নেমে ঘুরাঘুরি করায় ওয়ার্টার কিং জাহাজের দুই শ্রমিককে ১০ হাজার টাকা জরিমানা করেন। এরা হলেন চঞ্চল মোল্লা ও মাস্টার কামরুল ইসলাম। এ ছাড়া বাজারে দোকান খোলার অপরাধে উঠান ফ্যাশানে আট হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট জান্নাতুল ফেরদৌস হিয়া, থানা পুলিশ কর্মকর্তা সহ অনেকে। এ ছাড়া বিকালে অনুরুপ অভিযান চালান উপজেলা সহকারি কমিশনার ভূমি কে এম রফিকুল ইসলাম। এ সময়ে দোকান খুলে কেনাবেচার সময় নওয়াপাড়া মডেল স্কুল রোডের টুকটুকি স্টোরে ৫ হাজার টাকা ও নয়টি মটর সাইকেল ড্রাইভারকে ২ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।