অভয়নগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ফজলু ব্রিক্সে লাখ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার- অভযনগর উপজেলার শংকরপাশা গ্রামে অবস্থিত ফজলু বিক্সএ মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের এক অভিযান পরিচালিত হয়। এ সময়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হুসেইন খাঁন ভাটার বৈধ কাগজপত্র না থাকার দায়ে ভাটা মালিক ফজলু হোসেনকে ভ্রাম্যমান আদালত বসিয়ে এক লাখ টাকা জরিমানা করে তা আদায় করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের ছাড় পত্র ও ভাটা চালানোর কোন প্রকার অনুমোদন না থাকার দায়ে তাকে এ জরিমানা করা হয়।