স্টাফ রিপো-টার – যশোরের অভয়নগর উপজেলায় তাসের মাধ্যমে জুয়া খেলার আসর থেকে হাতেনাতে আটক করে আট জুয়াড়ীকে ভ্রামমাণ আদালত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। বুধবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম রফিকুল ইসলাম এ দন্ডাদেশ প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই দিন বিকালে পৌরসভার নওয়াপাড়া গ্রামের সোহরাব আলীির বাড়িতে তাসের মাধ্যমে জুয়া খেলার আসর থেকে ওই এলাকার ৮ যুবককে হাতে নাতে গ্রেফতার করা হয়। এ সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম রফিকুল ইসলাম সেখানে ভ্রাম্যমাণ আদালত বষিয়ে এ দন্ডাদেশ প্রদান করেন। এবং তাদের কাছ থেকে ৩০ হাজার টাকা ৬টি মোবাইল সেট জব্দ করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার নওয়াপাড়া গ্রামের মহমের ছেলে মনিরুল ইসলাম, একই গ্রামের আইয়ুব আলী সরদারের ছেলে লিটন সরদার, জিয়াউল হকের ছেলে রাজিব, মৃত আশরাফের ছেলে সাইফুল, লুৎফর সরদারের ছেলে সোহেল, জাফর মোল্যার ছেলে ইসমাইল মোল্যা, আব্দুর রাজ্জাকের ছেলে ইব্রাহিম ও হাতেম জোমাদ্দারের ছেলে রুহুল আমিন। জুয়াড়ীদের গ্রেফতার অভিযানে অংশ নেয় উপজেলা প্রশাসন, সোনাবহিনী ও অভয়নগর থানা পুলিশ। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম রফিকুল ইসলাম বলেন, জুয়া খেলা অবস্থায় ওই আট যুবককে আটক করা হয়। বিচারকের সামনে অপরাধ স্বীকার করলে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অমান্্য করার দায়ে আট যুবককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ১৮৬৭ এর আইনের ৪ ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।