Type to search

অভয়নগরে ব্যাপক আড়ম্বারে অনুষ্ঠিত হচ্ছে দুর্গোৎসব

অভয়নগর

অভয়নগরে ব্যাপক আড়ম্বারে অনুষ্ঠিত হচ্ছে দুর্গোৎসব

  • অভয়নগরে ব্যাপক আড়ম্বারে অনুষ্ঠিত হচ্ছে দুর্গোৎসব
    স্টাফ রিপোর্টার
    অভয়নগরে এ বছর সাম্প্রদায়িক সম্প্রীতি পরিবেশে দুর্গোৎস উদযাপিত হচ্ছে। উপজেলার বিভিন্ন পূজামন্ডব ঘুরে দেখা গেছে পূজারীরা সম্প্রীতি পরিবেশে পূজার আরতি. অঞ্জলি প্রদান করছেন। উদ্দিপনা আমেজের কমতি নেই।
    উপজেলার সর্ববৃহত নওয়াপাড়া কালিবাড়ি মন্দিরে কথা হয় কমিটির কোষাধ্যক্ষ বিশ^জিত ঘোষ, সদস্য মহিতোষ বিশ^াস ও সদস্য লিটন দত্তর সাথে। তারা জানান, এবছর একটু ভিন্ন আমেজে পূজা অনুষ্ঠিত হচ্ছে। সরকারি ঘোষণা অনুযায়ি আমরা নামাজের পাঁচ মিটিন আগ থেকে নামাজ শেষ না হওয়া পর্যন্ত মাইক ও অন্যান্য বাদ্যযন্ত্র বন্ধ রাখছি। তবে এবছর প্রভাত লগ্নে ফজরের নামাজের সময় তিথী নির্ধারণ হওয়ায় বদ্যযন্ত্র ব্যবহার করা যাচ্ছে না। এতে কিছুটা সমস্যা হচ্ছে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এ বছর ল্ইাটিং সীমিত করা হয়েছে। তারা আরো বলেন, এ বছর বিভিন্ন রাজনৈতিক দল যেভাবে আমাদের নিরাপত্তা দিচ্ছে তাতে আমরা খুব খুশি হয়েছি।
    মহাকাল দত্তপাড়া পূজামন্ডবে কথা হয় পৌরহিত প্রলাদ চক্রবর্তীর সাথে। তিনি জানান, এখানে ৩‘শটি  দত্ত বংসীয় পরিবার আছে প্রতি বছরের মোত এবার ও তারা স্বতস্ফূর্ত ভাবে পূজায় অংশ গ্রহন করেছেন। পূজায় নিরাপত্তর জন্য সবমসয় বিভিন্ন রাজনৈতিক দল পরিদর্শণ করছেন। এতে আমরা বাড়তি আনন্দ উপভোগ করছি।
    উপজেলার সুন্দলী অপদা মন্ডবে গিয়ে দেখা যায়। জলাবদ্ধতার কারনে নওয়াপাড়া –মনিরমপুর পাকা সড়ক থেকে প্রায় একশ মিটার বাসের সাকো করে পূজারীদের মন্ডবে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। পানির ওপর বিশাল মাচা করে পূজার মন্ডব করা হয়েছে। সেখানে ব্যক্তিগত উদ্যোগে পূজা করছেন একজন সাবেক সেনা সদস্য এভাবে পূজা করতে তার বাড়তি কয়েক লাখ টাকা খরচ হয়েছে। সেখানে কথা হয় ওই সেনা সদস্যর স্ত্রী মৌসুমি বিশ^াসের সাথে তিনি জানান, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি সামজিক সংগঠনও সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে আসছেন। এতে আমাদের বাড়তি আনন্দ লাগছে।
    সেখানে পরিদর্শণে আসা সামজিক সংগঠন ‘অপরাজেয় সামাজিক পরিষদে’র নের্তৃবৃন্দের সাথে দেখা হয়। সাক্ষাতে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস শেখ বলেন, আমরা চাই এলাকায় সাম্প্রদায়িক সম্পীতি বিরাজমান থাকুক। দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে আমরা মন্ডবে মন্ডবে ঘুরে বেড়াচ্ছি।
    সুন্দলী সার্বজনীন পূজা মন্দিরে যেয়ে দেখা যায় সেখানে উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অর্ধশত নেতা কর্মী শুভেচ্ছ বিনিময় করতে এসছেন। সাক্ষতকালে তারা জানান  দলের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশ মোতাবেক মন্দিরে মন্দিরে শুভেচ্ছা বিনিময় এবং অনুদান হিসাবে নগদ অর্থ প্রদান করছেন তারা।বাংলাদেশ পূজা উদযাপন কমিটি অভয়নগর উপজেলা শাখার সভাপতি শেখর কুমার সাহা বলেন, ‘এ বছর আমরা ব্যাপক উৎসহ উদ্দীপনার মধ্যামে পূজা উৎযাপন করছি। উপজেলার রাজনৈতিক দল জামায়েত ইসলাম, বিএনপি ও অন্যান্য দলের নেতা কর্মীরা আমাদের নিরাপত্তার জন্য সর্বক্ষণ নিয়োজিত রয়েছেন। এতে আমাদের মনে ব্যাপক নিরাপত্তার সঞ্চার হয়েছে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দুর্গোৎসব পালন করছি।’