Type to search

অভয়নগরে বৃটিশ কাউন্সিলের উদ্যোগে সুন্দলী এলাকার উন্নয়ন বিষয়ক মতবিনীময় সভা

অভয়নগর

অভয়নগরে বৃটিশ কাউন্সিলের উদ্যোগে সুন্দলী এলাকার উন্নয়ন বিষয়ক মতবিনীময় সভা

সুন্দলী (অভয়নগর)প্রতিনিধি-ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশ কেবিনেট ডিভিশনের অর্থায়নে ব্রিটিশ কাউন্সিলের পি ফর ডি প্রকল্পের আওতায় রাজাপুর বিবেকানন্দ যুব সংঘের তত্ত্বাবধানে ২নং সুন্দলী ইউনিয়ন পরিষদ ভবনে, ২২ আগষ্ট, ২০১৯ তারিখ সেবা প্রদান প্রতিশ্রুতির উপর স্থানীয় জনগনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলেরযশোর জেলারঅভয়নগর উপজেলার
ডি এফ খোদেজা বেগম, সিএসও প্রতিনিধি ও আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহঃ শিক্ষকপ্রবীর বিশ্বাস
সিএসও সদস্য ও টিওটি শ্যামল রায়, স্যাপ লিডার-সোনাতন রায়,ও মহামায়া মন্ডল,ও ম্যাপ সদস্যসোহাগ বিশ্বাস। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২ নং সুন্দলি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বাবু,বিকাশ রায় (কপিল)। এছাড়া অতিথীবৃন্দ হিসাবে আলোচনায় অংশগ্রহণ করেন সুন্দলী ইউনিয়নের প্রতিষ্টাকালীন সাবেক চেয়ারম্যানও অবঃ অধ্যাপক বৈকন্ঠ বিহারি রায়, সাবেক চেয়ারম্যানবিকাশ চন্দ্র মল্লিক ও পরিতোষ বিশ্বাস,আরও অতিথীবৃন্দ হিসাবে উপস্থিত থাকেন চৈতন্য মন্ডল (অবঃশিক্ষক), চিত্ত রঞ্জন বিশ্বাস (অবঃশিক্ষক),শুশিল কবিরাজ(অবঃ শিক্ষক), গৌতম ধর(প্রধান শিক্ষক সুন্দলি মাধ্যঃ বালিকা বিদ্যালয়),তিমির বরন সরকার(সহঃঅধ্যাপক ভৈরব আদর্শ ডিগ্রী কলেজ), উদয় শংকর বিশ্বাস(সহঃঅধ্যাপক সুন্দলী এস টি কলেজিয়েট), সুন্দলি ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল আলিমসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য বৃন্দ। উক্ত আলোচনাসভায় সভাপতিত্ব করেন বর্তমান চেয়ারম্যান বিকাশ রায় কপিল।