অভয়নগরে বুদ্ধি প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

নওয়াপাড়া অফিস
যশোর জেলার অভয়নগর উপজেলায় শনিবার(১৩/৫/২৩) সন্ধ্যায় এক বার বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ ওই ধর্ষককে গ্রেফতার করেছে। ধর্ষকের নাম আব্দুল মজিদ (৩৫) সে একই গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।এ ঘটনায় ধর্ষিতা ওই প্রতিবন্ধীর পালিত মা বাদী হয়ে রোবিবার থানার মামলা দায়ের করেছেন।
এলাকাবাসী ও মামলা সুত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যা ৭ টার সময় বাড়ি থেকে বের হয়ে ওই প্রতিবন্ধী শিশু রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলো। এরপর রাত পৌনে ৮টার সময় সে বাড়ি ফিরে আসে। মেয়ের আচরণ অস্বাভাবিক দেখে বাড়ির লোকজনের সন্দেহ হয়। মেয়ের কাছে জানতে চাইলে সে জানায়, তাদের বাড়ির পাশে টাক মাথার একটি লোক বাঁশবাগানের মধ্যে নিয়ে তার সাথে খারাপ কাজ করেছে।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, ওই প্রতিবন্ধীকে পরীক্ষার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষনের ঘটনায় রবিবার সকালে থানায় মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত আব্দুল মজিদ নামে একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।