অভয়নগরে বুইকারা গ্রাম আ.লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন
স্টাফ রিপোর্টার:অভয়নগর উপজেলার পূর্ব বুইকারা গ্রামের আ.লীগের নেতা কর্মীর উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকালে বুইকারা ঈদগাহ চত্বরে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ,লীগ নেতা ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লায়লা খাতুন,স্থানীয় আ.লীগ নেতা আব্দুল হালিম শেখ. মিজানুর রহমান শেখ. আব্দুস ছালাম, ওমর আলী মোল্যা প্রমুখ।