Type to search

অভয়নগরে বি আর ডি বি সমিতির নির্বাচন ৪ জানুয়ারী

অভয়নগর

অভয়নগরে বি আর ডি বি সমিতির নির্বাচন ৪ জানুয়ারী

বিশেষ প্রতিনিধি- অভয়নগর উপজেলার বিআরডিবি সমিতির নির্বাচন আগামী ৪ জানুয়ারী। মনোনয়ন ফর্ম বিতরণ হয় রোব ও সোমবার । এ পর্যন্ত চেয়ারম্যান পদে মনোনয়ন ক্রয় করেছেন দুই জন। এরা হলেন, বর্তমান চেয়ারম্যান মো: আবু তাহের মোল্যা এবং সাবেক চেয়ারম্যান, রওশন আলী মোড়ল। সহ সভাপতি পদে ফর্ম ক্রয় করেছেন দুই জন এরা হলেন আব্দুল মালেক ও রাজিয়া সুলতানাএবং পরিচালক পদে ৪ জন ফমর্ ক্রয় করেছেন। এবং পুরুষ পরিচালক পদে ৭ জন ফর্ম পূরণ করেছেন। মনোনয়ন পত্র দাখিল শেষ দিন আগামী ১১ ডিসেম্ব। মনোনয়ন পত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগের অভয়নগর উপজেলার বিপ্লবী জনপ্রিয় নেতা মুন্সি আব্দুল মাজেদ, মো: বাবুল আক্তার বাবু, হাফিজুর রহমান, মিজানুর রহমান আকুঞ্জি. আবুল কাশেম সহ অনেক নের্র্তবৃন্দ।