অভয়নগরে বিপ্লবী নেতা আব্দুল হাই’র ১৬ তম মৃত্যু বার্ষিকী পালন
![](https://aparajeyobangla.com/wp-content/uploads/2021/01/1-copy-1-820x394.jpg)
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগর উপজেলার কমিউনিষ্ট বিপ্লবীনেতা
কমরেড শেখ আব্দুল হাই- এর ১৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এলাকাবাসীর আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। রবিবার দুপুর ২টায় বাঘুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত স্মরণ সভাপতিত্ব করেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ জাহিদুল ইসলাম। সভায় নাজমুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি হাফিজুর রহমান , বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সম্পাদক অধ্যাপক তাপস বিশ্বাস, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠানিক সম্পাদক কামরুল হক লিকু,জাতীয় গনতান্ত্রিক ফ্রন্ট খুলনা জেলা সভাপতি আবুল হোসেন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি খুলনা জেলা কমিটির সভাপতি গিয়াস উদ্দিন আহম্মেদ, জাতীয় গনতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটির সহ-সভাপতি আশুতোষ বিশ্বাস, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ন কবির, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি যশোর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ্বাস, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি যশোর জেলা কমিটির সহ-সভাপতি আবুবক্কার সরদার, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি যশোর জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক পরিতোষ বিশ্বাস, জাতীয় ছাত্রদল যশোর জেলা কমিটির সদস্য মধু মন্ডল বিশ্বাস , বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি অভয়নগর থানা কমিটির সদস্য সেলিম জোয়দ্দার, জাতীয় গনতান্ত্রিক ফ্রন্ট অভয়নগর থানা কমিটির আহবায়ক মনিরুল ইসলাম বাবু,প্রয়তের ছেলে সাগর হোসেন প্রমুখ। সভায় বক্তারা বলেন, ২০০৫ সালে র্যাপিড একশান ব্যাটেলিয়ান দ্বারা মিথ্যা অভিযোগের ভিক্তিতে নির্মম ভাবে হত্যা করা হয়।
এর আগে বিপ্লবী নেতা আব্দুল হাই’র কবরে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ও তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।