Type to search

অভয়নগরে বাসদ(মার্কবাদী) উদ্যোগে পাটকল বিরাষ্ট্রীয়করণের প্রতিবাদে মানববন্ধন

অভয়নগর

অভয়নগরে বাসদ(মার্কবাদী) উদ্যোগে পাটকল বিরাষ্ট্রীয়করণের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: পাটকল বিরাষ্ট্রীকরণ করার প্রতিবাদে গতকাল যশোর- খুলনা মহাসড়কের শিল্প বাণিজ্য বন্দর নগরী নওয়াপাড়ার অভয়নগর প্রেসক্লাবের সামনে উপজেলা বাসদ(মার্কবাদী) উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে ১২ টা পর্যন্ত এ মানববন্ধন চলে। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাসদ কেন্দ্রীয় কৃষক ফ্রন্টের সভাপতি শরিফ হোসেন,ছাত্রফ্রন্ট যশোর জেলা সভাপতি উজ¦ল বিশ^াস, রুহুল আমিন,অভয়নগর উপজেলা বাসদ নেতা রিপন হোসেন, জে জে আইজুট মিল শ্রমিক ফেডারেশনের আহবায়ক আব্দুল হালিম মন্টু, নয়া গণতান্ত্রিক গণমোর্চার নেতা আজিজুর রহমান, বাবু মল্লিক প্রমুখ।