Type to search

অভয়নগরে বসত ঘরে অগ্নি সংযোগের অভিযোগ

অভয়নগর

অভয়নগরে বসত ঘরে অগ্নি সংযোগের অভিযোগ

অভয়নগর প্রতিনিধি- অভয়নগর উপজেলার পায়রা গ্রামে ভ্যান চালক আজগর আলী শেখ এর ঘরে অগ্নি সংযোগের অভিযোগ পাওয়া গেছে। শত্রুরা অগ্নিসংযোগের সময় তার ঘরের দরজা বাহির থেকে আটকিয়ে রেখেছিলো। শনিবার রাতে এ অগ্নি সংযোগ করা হয় বলে বাড়ির মালিক অভিযোগ করেন।
আজগর শেখ জানান, রাতে ঘুমিয়ে পড়লে আগুনের তাপে ঘুম ভেঙ্গে যায়। ঘুম ভাঙ্গলে দেখি পুরো ঘরে আগুন জ্বলছে। বাড়ির সকলের ডাক চিৎকার শুনে পাশের বাড়ির লোকজন ছুটে আসে। তারা ঘরের সিটকেনি খুলে আমাদের উদ্ধার করে। পরে সকলে মিলে পানি ঢেলে আগুন নিভাই। আগুনে টিনের চালা ও আসবাপত্র পুড়ে গেছে। গৃহকর্তার অভিযোগ প্রতিবেশি সকিন বিশ্বাসের সাথে জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। তার ঘরে অগ্নি সংযোগের জন্য সকিন বিশ্বাসকে সন্দেহ করেন তিনি। এ ঘটনায় আজগর শেখ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত সকিন বিশ্বাস বলেন,আজগর শেখ এর ঘরে আগুন দেওয়ার ব্যাপারে আমি কিছু জানি না। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে। থানার অফিসার ইনচার্য মোয়াজ্জেম হোসেন জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।