
স্টাফ রিপোর্টার
অভয়নগরে সুন্দলীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে । গতকাল মঙ্গলবার বিকালে সুন্দলী সোনার বাংলা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উদ্যাপন উপলক্ষে ত্রাণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।সোনার বাংলা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি প্রভাষক সমীরণ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ- সভাপতি সানা আব্দুল মান্নান, সুন্দলী ইউনিয়নের আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধির কুমার পাড়ে, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুন্সি আব্দুল মাজেদ, উপজেলা আ’লীগ নেতা আনিসুর রহমান মিন্টু, কম্পিউটার লিটল্ জুয়েল স্কুলের চেয়ারম্যান আমিনুর রহমান বাবু, সুন্দলী ইউনিয়নের চেয়ারম্যান বিকাশ রায় কফিল, প্রভাষক হিমাংশু বিশ্বাস, মাষ্টার মাইন্ড স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি প্রদিপ দে, প্রাক্তন প্রধান শিক্ষক চৈতন্য কুমার মন্ডল প্রমুখ। অনুষ্ঠান পরিচলনা করেন প্রভাষক তিমির বরণ সরকার।