Type to search

অভয়নগরে প্রেমবাগ বাসস্টান্ড অন্যত্র স্থানান্তর  প্রচেষ্টার প্রতিবাদে গণআবেদন

অভয়নগর

অভয়নগরে প্রেমবাগ বাসস্টান্ড অন্যত্র স্থানান্তর  প্রচেষ্টার প্রতিবাদে গণআবেদন

 

স্টাফ রিপোর্টার- অভয়নগর উপজেলার প্রেমবাগ বাজার বাসস্টান্ড অন্যত্র স্থানান্তর করার প্রচেষ্টার প্রতিবাদে এলাকার ১৩টি গ্রামের জনগণ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করেছেন। আবেদন পত্রে এলাকার ২শ ৬৯ জন জনগন স্বাক্ষর করে গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জমা দিয়েছেন। আবেদন পত্রে উল্লেখ করা হয়। প্রাচীন কাল থেকে যশোর – খুলনা মহসড়কের প্রেমবাগ গেটে(বর্তমান বাজার) বাসস্টান্ড পরিচালিত হয়ে আসছে। এ স্টান্ডে মনিরামপুর উপজেলার জনগণ সহ অভয়নগর সুন্দলী, ঢাকুরিয়া,প্রতাপকাঠি,গাবুখালী সহ প্রেমবাগ ইউনিয়নের জনসাধারণ বাসে উঠানামা করে। সম্প্রতি এখানে যাত্রী ছাওনী নির্মাণের জন্য বরাদ্দ এসেছে।একটি সুবিধাবাদি মহল এ স্টান্ডটি অন্যত্র সরিয়ে যাত্রীছাওনী নির্মাণের জন্য পায়তারা করছে। এলাকাবাসী যাত্রীছাওনী চলমান স্থানে নির্মাণের জন্য মাঠে নেমেছেন। এলাকার আ.লীগ নেতা আনোয়ার হোসেন সরদার জানান,  বর্তমান স্থানে যাত্রী ছাওনী নির্মাণের জন্য  কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।