Type to search

অভয়নগরে প্রধানমন্ত্রীর খুলনা’র জনসভা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি

অভয়নগর

অভয়নগরে প্রধানমন্ত্রীর খুলনা’র জনসভা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি

অভয়নগর প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র খুলনায় জনসভা উপলক্ষে ব্যপক জনসমাগম ঘটানোর জন্য অভয়নগর উপজেলা আ.লীগ ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুতি সভা করছে। এ লক্ষে শক্রবার সন্ধ্যায় নওয়াপাড়া পৌরসভার ৩ নং ওয়ার্ড আ.লীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা আ.লীগ নেতা মোতালেব ফারাজির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন,উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর তালিম হোসেন, উপজেলা আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম সরদার, পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লুলু, আ.লীগ নেতা মকবুল হোসেন সরদার, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মেহেদী হাসান রাজন, আ.লীগ নেতা রতন পাল প্রমুখ। সভায় আমাগী ১৩ নভেম্বর প্রধানমন্ত্রীর খুলনার জনসভায় ওয়ার্ডের সকল নেতা কর্মীকে অংশগ্রহণ করতে আহবান করা হয়। ওই দিন সকাল সাড়ে নয়টায় সকলকে রেল স্টেশনে হাজির হতে হবে। দশটার ট্রেনে যাত্রা শুরু হবে।