Type to search

অভয়নগরে প্রতিবেশির হাতুড়ি পেটায় মা ও মেয়ে সহ চারজন আহত

অভয়নগর

অভয়নগরে প্রতিবেশির হাতুড়ি পেটায় মা ও মেয়ে সহ চারজন আহত

স্টাফ রিপোর্টার: নওয়াপাড়া পৌরসভার বুইকারা ড্রাইভার পাড়ায় প্রতিবেশির হাতুড়ি পেটায় মা ও মেয়ে সহ চার জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার থানায় অভিযোগ দায়ের হয়েছে।
থানার অভিযোগ ও এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে গত রোববার ড্রইভার পাড়ার সিদ্দ্কি ড্রইভার, তার ভাই সিরাজুল ইসলাম ভাইয়ের স্ত্রী মমতাজ বেগম ও মেয়েকে প্রতিবেশি আজিজুল ইসলাম(৬৫), তার স্ত্রী রেনু বেগম , সহযোগি ইসমাইল হোসেন (৪০), মিনু বেগম(৪৫)ও সাব্বির হোসেন (১৮) মিলে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। এ সময়ে তাদের ঘরে রক্ষিত ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।আহতরা উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় সোমবার থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। হামলার শিকার মমতাজ বেগম জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলো। কিন্তু এখনো মামলা না হওয়ায় তার ওপর পুনরায় হামলা হওয়ার আশংকা রয়েছে। এ ব্যপারে জানতে চাইলে থানার অফিসার ইনচার্য তাজুল ইসলাম বলেন, আমি ছুটিতে থাকায় মামলা হয়নি। আগামী কাল থানায় এসে এ ব্যপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।