অভয়নগরে পুলিশি অভিযানে দুইটি চোরাই মটর সাইকেল উদ্ধার; আটক-১
বিশেষ প্রতিনিধি- অভয়নগর থানা পুলিশ অভিযান চালিয়ে নওয়াপাড়ার জগবাবুর মোড় ও পশু হাসপতাল এলাকা থেকে দুইটি চ্রোাই মটর মটরসাইকেল উদ্ধার করেছে। এ সময়ে চোর সন্দেহে সৈয়দ তুহিনুর রহমান বাবু(৩৮) নামে একজনকে আটক করা হয়। গোপন সংবাদ পেয়ে রোববার রাতে এ অভিযান চালানো হয়। সোমবার এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়।
জানা গেছে, গোপন সংবাদ পেয়ে থানা পুলিশের একটি টিম নওয়াপাড়ার জগবাবুর মোড় ও পশু হাসপাতাল এলাকায় রোববার রাতে অভিযান চালায়। এ সময়ে জগবাবুর মোড় থেকে একটি লাল/কালো রং’র পালসার মটর সাইকেল ও পশু হাসপাতাল এলাকা থেকে একটি লাল রং এর ডিসকভার মটর সাইকেল উদ্ধার করে। এছাড়া চোর সন্দেহে পশু হাসপাতালের সামনে থেকে সৈয়দ তুহিনুর রহমান বাবু নামে, এক যুবকে গ্রেফতার করে। তার নামে একটি চুরি মামলা দায়ের হয়েছে। এছাড়া তার নামে ৪টি প্রতারনা মুলক মামলা দায়ের হয়েছে। এ্স আই আব্দুর রহমান জানান, গোপন সংবাদ পেয়ে তুহিনুর রহমানকে আটক করা হয় পরে তার দেওয়া তথ্যের ভিক্তিতে উক্ত মটর সাইকেল দুইটি উদ্ধার করা হয়।