অভয়নগরে পিস্তল সহ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
স্টাফ রিপোর্টার – অভয়নগর উপজেলার বুইকারা ড্রাইভার পাড়া থেকে ডাকাতি, মারামারি সহ একাধিক মামলার আসামী মেহেদী হাসান(২৪)কে গুলি ও পিস্তল সহ থানা পুলিশ গ্রেফতার করেছে। থানার এস আই মো: জামিল আহমেদ জানান, গোপন সংবাদ পেয়ে সোমবার দিবাগত রাত সাড়ে দশটার সময় অভিযান চালাই। এ সময়ে মেহেদী হাসানকে তার বাড়ির পাশ থেকে পিস্তল .গুলি সহ গ্রেফতার করা হয়। মেহেদী ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাকীবুজ্জামান জানান, মেহেদী হাসান ওয়ারেন্ট ভূক্ত আসামী তার নামে ডাকাতি মারামারি সহ একাধিক মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় ওই রাতেই থানায় মামলা দাযের হয়েছে। মামলা নং-১২। তারিখ-১৯-৮-১৯।