Type to search

অভয়নগরে পরিত্যক্ত বাড়ি থেকে দুইটি বোমা উদ্ধার

অভয়নগর

অভয়নগরে পরিত্যক্ত বাড়ি থেকে দুইটি বোমা উদ্ধার

স্টাফ রিপোর্টার: অভয়নগর উপজেলার সরখোলা গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে দুইটি বোমা উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার সময় পুলিশ বোমা দুইটি উদ্ধার করে।
পুলিশ ও এলাকাবাসি জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার সরখোলা গ্রামের হাফিজুর রহমানের চাতাল সংলগ্ন বাড়ির বারান্দায় কাঠের মধ্যে শপিং ব্যাগ দেখতে পায়। শপিং ব্যাগের মধ্যে কৌটায় লাল টেপ জড়ানো বস্তু দেখতে পেয়ে এলাকাবাসি অভয়নগর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে কৌটায় লালটেপ জড়ানো অবস্থায় বোমা দু’টি উদ্ধার করে।
অভয়নগর থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান বলেন “  দুপুরে এলাকাবাসির খবরে উপজেলার সরখোলা গ্রামের হাফিজুর রহমানের একটি পরিত্যক্ত বাড়ি থেকে শপিং ব্যাগের মধ্যে কৌটায় লাল টেপ জড়ানো দুইটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। প্রতিটি কৌটা প্রায় এক কেজি ওজনের। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”