অভয়নগরে নিষিদ্ধ পোল্ট্রি লিটার বহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোটার- অভয়নগর উপজেলার ধোপাদী উলুবটতলা এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৎস্য ঘেরে ব্যবহার করার অনুপযোগী নিষিদ্ধ পোল্ট্রি লিটারের মিনি ট্রাক জব্দ করে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে গাড়ীর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছেন। জান গেছে, গোপন সংবাদ পেয়ে গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হুসেইন খাঁন অভিযান চালিয়। এ সময়ে উক্ত স্থান থেকে নিষিদ্ধ ঘোষিত পরিবেশ দূষণকারী পল্ট্রী লিটার পরিবহনকারী মিনি ট্রাকসহ ট্রাকের মালিক ঝিকরগাছা উপজেলার বিশ্বজিত কুন্ডু ও তার ড্রাইভার হারাধন কর্মকারকে হাতে নাতে আটক করে। পরে তিনি ভ্রাম্যমান তাদালত বসিয়ে মৎস্য ও পশুখাদ্য আইনে নিষিদ্ধ পল্ট্রী লিটার বহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। এ উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নাজির সুব্রত কুমার দাস, থানার এস আই আনিচুর রহমান স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।