অভয়নগরে নব নির্বাচিত ইউপি সদস্য উত্তম সরকারকে গুলি করে হত্যা

নিহত উত্তম সরকারের লাশ
স্টাফ রিপোর্টার: অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য উত্তম সরকারকে (৩৫)গুলি করে হত্যা করেছে দুবৃত্তরা। আজ সোমবার রাত সাড়ে আটটায় হরিসপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এলাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, উত্তম সরকার এ সময়ে সুন্দলী বাজার থেকে হরিসপুর গ্রামে নিজ বাড়ি ফিরছিলেন। বাড়ির পাশে উক্ত স্থানে পৌঁছালে সেখানে ওতপেতে থাকা দুবৃত্তরা তাকে কাছ থেকে বুকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলির শব্দ পেয়ে স্থানীয়রা ছুটে এসে তাকে লুটিয়ে থাকতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। অভয়নগর থানার অফিসার ইনচার্য (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, ‘গুলি করে হত্যার ঘটনা সত্য, লাশ থানায় নেওয়ার প্রস্তুতি চলছে।’ এ রিপোর্ট লেখা রপর্যন্ত লাশ সেখানে পড়ে ছিলো। নিহত উত্তম সরকার পেশায় একজন মাছ চাষী। তিনি হরিসপুর গ্রামের অশান্ত সরকারের ছেলে। তার সংসারে স্ত্রী ও ছয় বছর বয়সী এক পুত্র সন্তান রয়েছে। গত ২৬ ডিসেম্বর নির্বাচনে ইউনিয়নের ১ নং ওয়ার্ডে থেকে জয়লাভ করেছিলেন।