অভয়নগরে নতুন করে আরো তিন জন করোনায় আক্রান্ত
স্টাফ রিপোর্টার- অভয়নগের নতুন করে আরো তিন জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুই জন মহিলা ও এক জন পুরুষ। তিন দিন আগে তাদের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে। আক্রন্তর মধ্যে রয়েছেন, উপজেলার কোটা গ্রামের বিউটি বেগম(৪৫), গুয়াখোলা গ্রামের কামরুন্নাহার(৩৩) ও তার স্বামী আমিনুল ইসলাম(৪৩)। কামরুন্নাহার উপজেলার একটি কমিউনিটি হেলথ কেয়ার সেন্টারে কর্মকর্তা।এর আগে নয় জনের দেহে করোনা পজেটিভ ধরা পড়ে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহামুদুর রহমান রিজভি বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলায় এ পর্যন্ত ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে তিন জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এবং চার জন সুস্থ হওয়ার পথে। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।