Type to search

অভয়নগরে দূর্গাপূজা উদযাপন লক্ষে মন্ডবে মন্ডবে পুলিশি তৎপরতা

যশোর

অভয়নগরে দূর্গাপূজা উদযাপন লক্ষে মন্ডবে মন্ডবে পুলিশি তৎপরতা

নওয়াপাড়া অফিস
অভয়নগরে দূর্গাপূজা নির্বিঘেœ উৎযাপন করার লক্ষে মন্ডবে মন্ডবে পুলিশি নজরদারি রাখা হচ্ছে। আগামী ১ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত দূর্গাপূজা অনুষ্ঠান চলবে। জানা গেছে এবছর ১২৭টি মন্ডবে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। আসন্ন পূজা উপলক্ষে মন্ডবে মন্ডবে প্রতীমা নির্মাণের কাজ চলছে। সরকার এ বছর আগে থেকে পূজা মন্ডবে নাশকতা এড়ানোর জন্য নানা নির্দেশ প্রদান করেছে।
থানার অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান জানান আইনশৃঙ্খলা রক্ষায় সার্বক্ষনিক মনিটরিং করা হচ্ছে। গত কয়েকদিন যাবৎ উপজেলার বিভিন্ন দূর্গাপূজা মন্ডব সার্বক্ষনিক পরিদর্শন করছেন। তিনি মঙ্গলবার বিকালে উপজেলার বিভিন্ন দূর্গাপূজা মন্দির পরিদর্শন করেন। হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে শান্তিতে পূজা উদযাপন করতে পারে সেজন্য পুলিশ তৎপর আছে। তিনি মন্ডবের পরিচালনা কমিটির নের্তৃবৃন্দকে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন। এছাড়া প্রতীমা দর্শণের জন্য পুরুষ ও মহিলাদের ভিন্ন ভিন্ন যাতায়ত পথ করার পরামর্শ দেন।