Type to search

অভয়নগরে তিনটি অস্থায়ী পুলিশ ক্যাম্প প্রতাহার নয় স্থায়ী করার দাবি

অভয়নগর জাতীয়

অভয়নগরে তিনটি অস্থায়ী পুলিশ ক্যাম্প প্রতাহার নয় স্থায়ী করার দাবি

স্টাফ রিপোর্টারঃ যশোরের অভয়নগর উপজেলায় সোনাতলা,রানাগাতি ও মালোপাড়া অবস্থীত তিনটি অস্থায়ী পুলিশ ক্যাম্প প্রতাহার প্রস্ংগে এক মত বিনিময় সভা আজ বুধবার বেলা ১১টায় উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠীত হয়। অভয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ তাজুল ইসলাম এর  আহবানে এলাকার রাজনীতিক জনপ্রতিনিধি উপজেলা আ.লীগ নেত্রৃবৃন্দ সূধীজন ও সাংবাদিক নেত্রীবৃন্দ মত বিনিময় সভায় উপস্থীত হন ।সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ।সভায় উপস্থীত সকলেই এলাকার আইন শৃঙ্গলার কথা বিবেচনা করে ক্যাম্প তিনটি প্রতাহার না করে স্থায়ী করণ ও সুন্দলী, প্রেমবাগ ও চলিশিয়া ইউনিয়ন মিলে একটি ক্যাম্প অথবা পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের দাবি করা হয় । মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ এর সভাপতি এনামুল হক বাবুল, সাধারণ-সম্পাদক সরদার অলিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা মহিলা আ.লীগ নেত্রী ও উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন । বাংলাদেশ পূজা উজ্জাপন পরিষদের অভয়নগর উপজেলার সাধারণ-সম্পাদক শিবু প্রসাদ শাহা, প্যানেল মেয়র মিজানুর রহমান , ইউপি চয়োরম্যান আব্দুল রাজ্জাক, ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান ,সহ সংশ্লিষ্ট এলাকা থেকে আগত সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্ধ।সভায় বক্তারা বলেন চরমপন্থীদের হাত থেকে জানমাল এর নিরাপত্তার জন্য উপজেলার দুর্গম এলাকা সিদ্দিপাশা ইউনিয়নের সোনাতলা ও শুভড়ারা ইউনিয়নের রানাগাতি পুলিশ ক্যাম্প স্থাপীত হয় । ক্যাম্পগুলো স্থাপনের ফলে সত্রাসীরা কোল ঠাসা হয়ে পড়ে।ফলে একালায় খুন, গুম ও চাদা বাজি বন্ধ হয়ে যায় ।আর মালোপাড়ার ক্যাম্প ২০১৪ সালের ৫ জানুযারী ঐতিহাসিক সংখ্যা লঘু নির্যাতনের প্রেহ্মীতে স্থাপন করা হয়।এ মুহুর্তে ক্যাম্প গুলো প্রতাহার করা হলে সত্রাসীরা আবার মাথা চাড়া দিয়ে উঠবে বলে এলাকা বাসির মধ্যো আতংক বিরাজ করছে। যে কারনে ক্যাম্প গুলোকে প্রতাহারের পরির্বতনে স্থায়ী করণে মতামত ব্যাক্ত করা হয় । সভার মধ্যমণি জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার জামল আল নাসের বলেন, আমি আপনাদের মতামত লিখিত আকারে উর্ধতন কর্তৃপহ্মকে জানাবো । আশাকরি সরকার আপনাদের মতামতের গুরুত্ব দিয়ে ক্যাম্প গুলো স্থায়ী করবে ।

Tags: